• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার পদত্যাগের ঘোষণা দিলেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৫২
যুক্তরাজ্য, হাউস অব কমন্স
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

যুক্তরাজ্যের সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বারকাউ পদত্যাগের ঘোষণা দিলেন। খবর দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম বিবিসির।

আগামী ৩১ অক্টোবর বা এর আগে যেদিন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেদিন স্পিকার ও সংসদ সদস্য হিসেবে পদত্যাগ করবেন তিনি।

বারকাউ সোমবার সংসদে বক্তৃতা প্রদানের সময় জানান, হাউস অব কমন্সের স্পিকার হিসেবে তার দায়িত্ব পালনের দশ বছর শেষ হতে যাচ্ছে। এই দায়িত্ব পালন তার জন্য অনেক সম্মানের ছিল।

তিনি জানান, যদি ৩১ অক্টোবরের আগে কোনও নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে দিনটি হবে সবচেয়ে কম সংহতিনাশক এবং সর্বাধিক গণতান্ত্রিক একটি দিন।

হাউস অব কমন্সের সাবেক স্পিকার মাইকেল মার্টিনের পর ২০০৯ সাল থেকে পদটিতে তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব পালন করছেন বারকাউ।

এই সাবেক টোরি সংসদ সদস্যকে ব্রেক্সিটপন্থিদের চরম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তারা ইউরোপ ইস্যুতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।

কোনও চুক্তি ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার বিরোধী সংসদ সদস্যদেরকে কমন্স বিজনেসের নিয়ন্ত্রণ নেয়ার পথ সহজ করেন বলেও সমালোচিত হয়েছেন তিনি।

এছাড়া বারকাউ তার বেশ কয়েকজন কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলেও অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করেন।

কে/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে যে পরামর্শ দিল যুক্তরাজ্য
অভিবাসন প্রত্যাশীদের যে দুঃসংবাদ দিল যুক্তরাজ্য
টিকটক ট্রলে দুর্বিষহ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবন
X
Fresh