• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে চার বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৯
বাংলাদেশি, ভারত
ছবি: ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল(এএনআই)

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা থেকে রোববার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ভারতীয় রুপি মূল্যের সৌদি মুদ্রা রিয়ালের জাল নোট জব্দ করা হয়।

এছাড়া ছয়টি মোবাইল হ্যান্ডসেট এবং পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল।

গণমাধ্যমটি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন খান, মো. কবির সরদার, আসাদ উদজ্জামান এবং জামাল মুনশি। এই চার জনের প্রত্যেকেই গত মাসে এক ব্যক্তিকে প্রতারিত করার দায়ে অভিযুক্ত ছিলেন।

রোববার তারা আরেক ব্যক্তিকে দুই লাখ ভারতীয় রুপির বিনিময়ে জাল রিয়াল দিয়ে প্রতারিত করার চেষ্টা করছিলেন। এসময় পুলিশের হাতে তারা ধরা পড়ে বলেও উল্লেখ করা হয় গণমাধ্যমটির প্রতিবেদনটিতে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
X
Fresh