• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইরানে দুধের শিশুদের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০০
ইরান, মুসলিম
ছবি: ইরানের নিউজ সাইট পার্সটুডে

ইরানে প্রতিবছরের মতো এই বছরও মহররমের প্রথম শুক্রবার আন্তর্জাতিক আলি আসগর (আ.) দিবস হিসেবে পালিত হয়েছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহিদ হজরত হুসাইন (আ) এর ছয় মাসের শিশু হজরত আলি আসগর স্মরণে দিবসটি পালিত হয়। খবর ইরানি নিউজ সাইট পার্সটুডের।

কারবালায় ইয়াজিদ বাহিনীর পানি অবরোধের কারণে শিশু আসগর যখন তৃষ্ণায় ছটফট করছিল, তখন ইমাম হুসাইন (আ.) তাকে কোলে নিয়ে তার জন্য পানি চান। পানির বদলে এক ইয়াজিদি সেনা তিন শাখার একটি তীর ছুড়লে তা আসগরের গলা ভেদ করে। এই ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল।

কথিত আছে, আসগরের কয়েক ফোটা রক্ত হুসাইন আকাশের দিকে ছুড়লে তা কখনও মাটিতে ফেরেনি। বীর মুখতার পরে হারমালাকে হত্যা করেন দূর থেকে তার গলায় ছুরি নিক্ষেপ করে। প্রতিবছর হজরত আলি আসগর (আ.) এর শাহাদত দিবস পালিত হয় শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে।

এদিন মায়েরা শিশুকে কোলে নিয়ে শোক মিছিলে অংশ নেন। তারা এসময় শিশু ও অন্যদের মাঝে দুধ বিতরণ করেন। তারা শুধু দুধের শিশুকে নয়, আরেকটু বড় শিশুদেরও আসগরের পোশাকে সাজান। ইরানের পাশাপাশি পাকিস্তান, ভারত ও ইরাকসহ অনেক দেশ মুসলিম দিবস পালন করে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐতিহাসিক বদর দিবস আজ
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
বাবা মুসলিম, মা হিন্দু— যে ধর্ম অনুসরণ করেন সারা
রমজানে সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর
X
Fresh