• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ব্যাগে শিশু, ফিলিপিন্সের বিমানবন্দরে আমেরিকান নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১
ফিলিপিন্স, আমেরিকান
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকুইনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এক আমেরিকান নারীকে আটক করা হয়েছে।

তিনি তার হাত ব্যাগে একটি শিশু নিয়ে দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টা করায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফিলিপিন্স ইমিগ্রেশন ব্যুরোর মুখপাত্র মেলভিন ম্যাবুল্যাক জানান, তারা বুধবার ভোর ছয়টা ২০ মিনিটে তাকে আটকের খবর পায়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের শাখা সিএনএন ফিলিপিন্স জানায়, ৪৩ বছরের এই নারীর ব্যাগে পাওয়া শিশুটির বয়স মাত্র ছয়দিন।

-------------------------------------------------------------------------
আরো পড়ুন: লন্ডনে ভারতীয় দূতাবাসে পাকিস্তানিদের হামলা
-------------------------------------------------------------------------

ম্যাবুল্যাকের মতে, এই নারী দেশটিতে ভ্রমণের জন্য একা এসেছিলেন এবং তিনি বিমানবন্দরে শুধু তার ব্যক্তিগত পাসপোর্ট দেখান।

কিন্তু যখন বিমানবন্দরের কর্মীরা তার জিনিসপত্র পরীক্ষা করে দেখছিলেন, তখন তারা তার ব্যাগে শিশুটিকে খুঁজে পেয়েছিলেন।

আটক হওয়া নারীর কাছে শিশুটির ভ্রমণ সংক্রান্ত কোনও ডকুমেন্ট ছিল না বলে জানান ফিলিপিন্স ইমিগ্রেশন ব্যুরোর মুখপাত্র ম্যাবুল্যাক।

সিএনএন ফিলিপিন্সের খবরে বলা হয়, এই নারী নিজেকে শিশুটির আন্টি বলে দাবি করেন কিন্তু কোনও প্রমাণ দেখাতে পারেননি।

বিষয়টি ফিলিপিন্স ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ডিভিশনে হস্তান্তর করা হয়েছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. ইউনূসের অভিযোগ প্রত্যাখান করলো কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকানস
১২ সিনেটরের উদ্দেশ্যে কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকানের চিঠি
নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশি আমেরিকান কর্মকর্তার পদোন্নতি
X
Fresh