• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৯, ১৫:৪২
পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষা
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে পাকিস্তানের। এর মধ্যেই নতুন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা। গজনবী নামের এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্যটি নিশ্চিত করেছেন।

এক টুইট বার্তায় গফুর জানান, পাকিস্তান সফলভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে। এই মিসাইল ২৯০ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দলের সদস্য ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে চলতি বছরের মে মাসে শাহীন-২ নামের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। ওই ক্ষেপণাস্ত্রটিও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ছিল।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh