• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমাজনের আগুন নেভাতে ২২ মিলিয়ন ডলার দেবে জি-সেভেন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ আগস্ট ২০১৯, ২২:৫১
ব্রাজিল, আমাজন
ছবি: যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি

আমাজন রেইনফরেস্টের আগুন নেভাতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা সরবরাহ করতে সম্মত হয়েছেন জি-সেভেন সম্মেলনে যোগদানকারী বিশ্বনেতারা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, জি-সেভেনের সদস্য দেশগুলো ২২ মিলিয়ন ডলার দেবে। খবর যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির।

এই বিষয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, আমাজন রক্ষায় ম্যাঁক্রোর জোট গঠনের পরিকল্পনা দেখে মনে হচ্ছে ব্রাজিল একটি কলোনি বা নো ম্যান’স ল্যান্ড।

আমাজনসহ ব্রাজিলের রেকর্ড পরিমাণ অঞ্চল আগুনে পুড়ছে বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা।

ফ্রান্সের বিয়ারিটজে জি-সেভেনের সম্মেলনে সংস্থাটির সদস্য দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই আর্থিক সহায়তা দেয়ার অঙ্গীকার করে।

ম্যাঁক্রো জানান, প্রাথমিকভাবে আরও আগুন নেভানোর বিমান কেনার জন্য জরুরি ভিত্তিতে এই অর্থ সরবরাহ করা হবে।

ফ্রান্স পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই অঞ্চলটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাঁক্রো জি-সেভেনের জোট গঠনের প্রকৃত উদ্দেশ্য গোপন করছেন বলেও অভিযোগ করেছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো।

তিনি টুইটারে লিখেছেন, ব্রাজিলের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত। তাছাড়া আমাজনের আগুন নেভাতে কলোম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি যৌথ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।

এদিকে ব্রাজিলের পরিবেশমন্ত্রী রিকার্দো সেলস এই অর্থ সহায়তাকে স্বাগত জানিয়েছেন। তিনি সাংবাদিকদেরকে এ কথা জানান বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
X
Fresh