• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত ও পাকিস্তান দ্রুতই মতপার্থক্য মিটিয়ে ফেলবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ আগস্ট ২০১৯, ১৬:৫২
মোদি, ট্রাম্প
ছবি: হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান দ্রুতই সবধরনের মতপার্থক্য মিটিয়ে ফেলবে। খবর হিন্দুস্তান টাইমসের।

তিনি ফ্রান্সে চলমান জি-সেভেন সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এ কথা জানান।

ট্রাম্প বলেন, আমি কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। সবকিছু নিয়ন্ত্রণেই আছে। আমি আশাবাদী ভারত ও পাকিস্তান খুব দ্রুত ভালো কিছু করতে পারবে।

তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি দ্বিপক্ষীয় বিষয় হলো কাশ্মীর। এই দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের।