• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরানো হলো কাশ্মীরের নিজস্ব পতাকা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ আগস্ট ২০১৯, ০৬:২৪
কাশ্মীর নিজস্ব পতাকা
কাশ্মীরের নিজস্ব পতাকার পরিবর্তে উড়ছে ভারতীয় পতাকা

কাশ্মীরের সচিবালয় থেকে তাদের নিজস্ব পতাকা সরিয়ে নেয়া হয়েছে। সেখানে এখন রাখা হয়েছে ভারতের জাতীয় পতাকা। রোববার (২৫ আগস্ট) কাশ্মীরের নিজস্ব পতাকা সরিয়ে ফেলা হয়।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানিয়েছে, স্বাধীনতার পর থেকে কাশ্মীরকে যে পৃথক মর্যাদা দেওয়া হয়েছিল সেই মর্যাদা সম্বলিত ৩৭০ ও ৩৫-এ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে কাশ্মীর এখন ভারতের মানচিত্রে একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেকারণে এখন থেকে রাজ্য সচিবালয়ে শুধু জাতীয় পতাকাই থাকবে।

এর আগে জাতীয় পতাকা ছাড়াও কাশ্মীরের নিজস্ব একটি পতাকা ছিল। লাল রঙের ওপর তিনটি লাইনের মাধ্যমে জম্মু, কাশ্মীর ও লাদাখ এই তিনটি অঞ্চলকে বোঝানো হত। এই পতাকার মাধ্যমে কাশ্মীরের পৃথক মর্যাদা গণ্য হত। ১৯৫২ সালে রাজ্যে বিধানসংসদ এটিকে সরকারি স্বীকৃতি দেয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ৩৭০ ধারা প্রত্যাহার করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পর থেকেই কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা। ওষুধ,খাবারসহ একাধিক প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান বন্ধ সেখানে। যদিও এই কথা অস্বীকার করেছেন রাজ্যপাল সত্যপাল মালিক।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে জাফরান বাঁচাতে বৈজ্ঞানিক উদ্যোগ
৫ বছর পর এই প্রথম কাশ্মীরে শোভাযাত্রা-সমাবেশ মোদির
বিক্ষোভের মুখে পাকিস্তানের বালতিস্তানে কর আদায় স্থগিত
ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
X
Fresh