• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফোন লাইন বন্ধ থাকুক জীবন তো রক্ষা হচ্ছে: কাশ্মীর গভর্নর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ আগস্ট ২০১৯, ২৩:২১
সত্যপাল মালিক
সত্যপাল মালিক

জম্মু ও কাশ্মীরে গভর্নর সত্যপাল মালিক বলেছেন, কাশ্মীরে এর আগে যতগুলো সংকট হয়েছে তার প্রথম সপ্তাহেই দেখা গেছে ৫০ জন মারা গেছে। কিন্তু ৩৭০ ধারা বাতিলের পর এখনও কোনো মানুষ মারা যায়নি। টেলিফোন যোগাযোগ বন্ধ রয়েছে, কিন্তু মানুষের জীবনতো রক্ষা করা যাচ্ছে।

রোববার দিল্লিতে সংবাদ মাধ্যম এএনআই’কে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের সংকটে কয়েক জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লেও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।

জম্মু ও কাশ্মীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যর কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, জীবন হারানোর চেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ভালো।

সত্যপাল মালিক বলেন, অবস্থা এখন স্বাভাবিক হতে শুরু করেছে। কাশ্মীরে এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধের কোনো ঘাটতি নেই। এমনকি মাংস, সবজি, ডিম ইত্যাদি ঈদের মধ্যেও মানুষের কাছে পৌঁছে দেয়া হয়েছে। আমরা সব সময় চেষ্টা করে গেছি যাতে কোনো জীবনহানি না ঘটে।

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুবিধা বিলুপ্ত করার পরে ওই অঞ্চলে বিশেষ পরিস্থিতি বিরাজ করার অজুহাতে গত তিন সপ্তাহ ধরে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোয়ার মিডলের ব্যর্থতায় বৃথা গেল ম্যাগার্ক ঝড়, দিল্লির বড় হার
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
বোলিংয়ে শক্তি বাড়াতে দিল্লির নতুন চমক
X
Fresh