• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন নতুন ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় ব্যবস্থা নেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৯, ১৯:৪৮
নতুন ক্ষেপণাস্ত্র রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকা যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তার হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মস্কো। খবর পার্সটুডের।

প্রেসিডেন্ট পুতিন বলেন, রোমানিয়া থেকে এ ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে এবং শিগগিরই পোল্যান্ডে তা মোতায়েন করা হবে। এ বিষয়টিতে আমি খুবই উদ্বিগ্ন। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি সফরের সময় গতকাল (বুধবার) তিনি এ কথা বলেছেন।

পুতিন বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো। তবে আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মোতায়েন না করবে এবং ইউরোপের দোরগোড়ায় তা না বসাবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া কোনও ব্যবস্থা নেবে না।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যকার আইএনএফ চুক্তি থেকে ওয়াশিংটন বেরিয়ে যাওয়ার পরই দ্রুত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। এ থেকে প্রমাণ হয়- তারা ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য অনেক আগেই পরিকল্পনা করেছিল। রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে- এটি ছিল নিতান্তই তাদের একটি খোঁড়া অজুহাত।

গত সোমবার আমেরিকা মধ্যম পাল্লার এই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর তা নিশ্চিত করেছে।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh