• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ৬৬টি এফ-১৬ বিমান বিক্রি করছে

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ আগস্ট ২০১৯, ১৮:৩৪
তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ৬৬টি এফ-১৬ বিমান বিক্রি করছে
ফাইল ছবি

তাইওয়ানের কাছে যুদ্ধবিমান বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ৬৬টি এফ-১৬ বিমান ও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে অস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদনও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এতে করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানায়, ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি আগেই শোনা গিয়েছিল। তবে বিষয়টি তখন অনানুষ্ঠানিক পর্যায়ে ছিল। বলা হয়েছিল- তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তিটি অনানুষ্ঠানিকভাবেই থাকবে। কিন্তু চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে এ চুক্তিতে মার্কিন সরকার নাও এগোতে পারে বলেও ধারণা করা হয়েছিল।

---------------------------------------------------
আরো পড়ুন: উত্তপ্ত কাশ্মীরে বন্দুকযুদ্ধে পুলিশসহ নিহত ২
---------------------------------------------------

তবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় সরকারিভাবেই তাইওয়ানে সরবরাহ হবে মার্কিন অস্ত্র।

এদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে বিপুল অস্ত্র বিক্রির অনানুষ্ঠানিক সবুজ সংকেত দেয়ার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল চীন।

গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি চীনের সার্বভৌমত্ব এবং মূল স্বার্থকে ক্ষুণ্ণ করে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
'ড. ইউনূসকে হয়রানিতে নষ্ট হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক'
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক’ সিরিজের সূচি প্রকাশ
যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের বিল পাস
X
Fresh