• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীর নিয়ে শুক্রবার বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৬:৫১
কাশ্মীর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ছবি: পাকিস্তানে গণমাধ্যম জিয়ো নিউজ

পাকিস্তানের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আগামী শুক্রবার ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নিয়ে বৈঠক করা হবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিয়ো নিউজ।

পরিষদটির প্রেসিডেন্ট জোয়ানা রোনেকা সাংবাদিকদেরকে জানান, খুব সম্ভবত ১৬ আগস্ট জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করা হবে। কারণ বৃহস্পতিবার এ নিয়ে আলোচনা করা সম্ভব হবে না।

এদিন প্রকাশিত এক প্রতিবেদনে একাধিক কূটনীতিকের বরাত দিয়ে আরেকটি পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ জানায়, এই বৈঠককে সমর্থন করেছে চীন।

আরও জানায়, জাতিসংঘে রাশিয়ার ভারপ্রাপ্ত দূত দিমিত্রি পোলিয়ানস্কি গত বুধবার জানিয়েছে যে এই বৈঠকে দেশটির কোনও আপত্তি নেই। তবে এটি রুদ্ধদ্বার বৈঠক হওয়া উচিত।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পাখির সঙ্গে রাশিয়ান বিমানের সংঘর্ষের পর জরুরি অবতরণ, আহত ২৩
---------------------------------------------------------------

গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক চিঠিতে পরিষদটির প্রেসিডেন্ট রোনেকাকে কাশ্মীর ইস্যু নিয়ে একটি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান।

জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোদি দেশটির পররাষ্ট্রমন্ত্রী কুরেশির চিঠি পরিষদটির প্রেসিডেন্ট রোনেকার কাছে পৌঁছে দেন।

এই চিঠিতে কুরেশি লেখেন, পাকিস্তান সংঘাত সৃষ্টি করবে না। কিন্তু আমাদের সংযমকে দুর্বলতা মনে করা উচিত নয় ভারতের।

তিনি আরও লেখেন, যদি ভারত আবারও সামরিক শক্তি ব্যবহার করে, তবে পাকিস্তান আত্মরক্ষার জন্য সার্বিকভাবে জবাব দিতে বাধ্য।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ভারতের নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বললেন আব্দুল মোমেন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
X
Fresh