• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাজ্যে আটক ইরানি তেল ট্যাংকারের মুক্তি মিলতে পারে আজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৯, ১৪:৩৬
যুক্তরাজ্য ইরান তেল ট্যাংকার
যুক্তরাজ্যে আটক ইরানি তেল ট্যাংকারের মুক্তি মিলতে পারে আজ

ব্রিটিশ নৌবাহিনীর হাতে আটক ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ আজ মুক্তি পেতে পারে। ব্রিটিশ দৈনিক দ্যা সানের বরাত দিয়ে এ খবর দিয়েছে পার্সটুডে।

দ্য সান লিখেছে, জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্ডো ইরানের তেল ট্যাংকার গ্রেস-১ এর আটকাদেশের মেয়াদ বাড়ানোর জন্য আজ আদালতে কোনও আবেদন করবেন না। আজই আদালতে এ সংক্রান্ত শুনানি হওয়ার কথা রয়েছে।

জিব্রাল্টারের পক্ষ থেকে আটকাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করা না হলে ইরানি তেল ট্যাংকারের মুক্তির ক্ষেত্রে আর কোনও বাধা থাকবে না। সেক্ষেত্রে তেল ট্যাংকারটিকে আজই ছেড়ে দেয়া হতে পারে।

এর আগে ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক জাতীয় সংস্থার উপ-প্রধান জলিল ইসলামি জানিয়েছেন, তারা তেল ট্যাংকারটিকে ছাড়িয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। শিগগিরই তা মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ, লন্ডন কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানে আগ্রহ দেখিয়েছে।

গত চার জুলাই ব্রিটেনের নৌবাহিনী জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের তেলবাহী সুপার ট্যাংকার গ্রেস-১ কে আটক করে। এরপরই দেশ দুটির মধ্যে সাময়িক উত্তেজনা শুরু হয়।

আরও পড়ুন

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
X
Fresh