• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নৌপথে জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৯, ১৭:৩৮
মুম্বাই হামলা আশঙ্কা বাড়তি নিরাপত্তা
নৌপথে জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাইয়ে হাই অ্যালার্ট

ভারতের স্বাধীনতা দিবসের আগে মুম্বাই উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এরই অংশ হিসেবে নৌপথে সন্ত্রাসী হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। পূর্ব ও পশ্চিম উপকূলে কোনও ধরনের সন্দেহজনক গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়ার জন্য বলা হয়েছে।

এ সম্পর্কে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, দেশের অবস্থা থমথমে হওয়ায় উপকূল দিয়ে হামলার আশঙ্কা বেড়েছে। এজন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের নির্দেশ পেয়ে মুম্বাই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমি কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলোতে প্যাট্রোলিং-এর নির্দেশ দেওয়া হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: জম্মু ও কাশ্মীরের মুজাফফারাবাদে পৌঁছেছেন ইমরান খান
---------------------------------------------------------------

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের ৭০টি তীরে যে জায়গাগুলো দিয়ে জাহাজ প্রবেশ করে সেসব জায়গাগুলোতে বাড়তি আলোর ব্যবস্থা করা হয়েছে যেন কেউ লুকিয়ে শহরে ঢুকতে না পারে। এছাড়া ওইসব এলাকায় যেন কোনও গাড়ি দাঁড়িয়ে না থাকে তাও নিশ্চিত করতে বলা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে প্রতিনিয়ত আবর্জনার স্তূপ সরিয়ে চেক করতেও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh