• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরিরা আমাদের জনগণ: পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৯, ১২:২৮
কাশ্মীর, পাকিস্তান
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, কাশ্মীরিরা আমাদের জনগণ। আমরা কোনও অবস্থায় তাদেরকে একা ছাড়বো না। আমরা তাদের ব্যথাকে আমাদের ব্যথা মনে করবো।

তিনি বুধবার ইসলামাবাদের কনভেনশন সেন্টারে দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন।

আরিফ আলভি বলেন, আমরা তাদের সঙ্গে ছিলাম, আছি ও থাকবো। আজ বিশ্ব দেখছে কিভাবে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়িয়েছে পাকিস্তানের জনগণ।

এই অনুষ্ঠানে ভারতের হাতে আটক কাশ্মীরি নেতা মোহাম্মদ ইয়াসিন মালিকের স্ত্রী মশাল মালিক ভারত অধিকৃত কাশ্মীরের জনগণের স্বাধীনতা সংগ্রাম নিয়ে লেখা একটি আবৃত্তি করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসার, সিনেট চেয়ারম্যান সাদিক সানজ্রানি এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সহকারী ফিরদৌস আশিক আওয়ান এসময় উপস্থিত ছিলেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : জরুরি বৈঠক ডাকার আহ্বান পাকিস্তানের
---------------------------------------------------------------------

লাহোর, করাচি, পেশওয়ার ও কোয়েটা শহরেও পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

পাকিস্তান এই বছরের স্বাধীনতা দিবসকে ‘কাশ্মীর সংহতি দিবস’ হিসেবে উদযাপন করছে। এই উপলক্ষে ‘কাশ্মীর হবে পাকিস্তান’ লেখা একটি বিশেষ লোগো উন্মোচন করেছে দেশটির সরকার।

এদিন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফারাবাদ সফর করবেন এবং এখানকার আইনসভায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের মুশতাক
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
পাকিস্তানে ভারী বৃষ্টি-বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু
X
Fresh