• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবারের সব ফ্লাইট বাতিলের পরও হংকং বিমানবন্দরে বিক্ষোভাকারীরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৯, ১৩:০৬
হংকং, সরকারবিরোধী বিক্ষোভ
ছবি: হংকংয়ের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবারের সব ফ্লাইট বাতিল করার পরও বিমানবন্দরটিতে ফিরে এসেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। খবর হংকংয়ের গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের।

এদিন স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটার দিকে কালো পোশাক পরা প্রায় ২০০ বিক্ষোভকারী বিমানবন্দরটির অ্যারাইভাল হলে জড়ো হয়। এক অনলাইন আহ্বানে সাড়া দিয়ে তারা এখানে জড়ো হয়।

বিমানবন্দরটি এদিনের তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে। দুপুরের দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কিছু ফ্লাইট টেকঅফ ও ল্যান্ডিংয়ের কথা থাকলেও এগুলো রিশিডিউল করা হয়েছে।

আরও জানায়, আবার কোনও জনসমাবেশের হুমকি পেলে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য বিমানবন্দরটির জরুরি কেন্দ্র সক্রিয় করা হয়েছে।

গতকাল সোমবার বিক্ষোভকারীরা বিমানবন্দরটির অ্যারাইভাল হল দখল করে। এর আগে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তারা শহরটির ভেতরের ও বাইরের সব ফ্লাইট বাতিল করতে বাধ্য করে।

হংকংয়ের পতাকাবাহী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজসহ একাধিক এয়ারলাইন সোমবারের এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ঐতিহাসিক দায়িত্ব যুক্তরাজ্যের: ব্রিটিশ এমপি
---------------------------------------------------------------------

চীনের বেসামরিক বিমান প্রশাসন মঙ্গলবার এয়ারলাইনগুলোর সক্ষমতা বাড়িয়ে এবং টিকিট স্থানান্তর ও ফিরিয়ে দেয়ার মাধ্যমে হংকং ও মূলভূমির মধ্যকার যাত্রীদেরকে সাহায্য করার ঘোষণা দেয়।

চীনের দক্ষিণাঞ্চলের অন্যান্য বিমানবন্দরের পরিবহন সক্ষমতা বাড়ানো হবে বলেও উল্লেখ করে চীনের বেসামরিক বিমান প্রশাসন।

এদিকে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিক্ষোভকারীদেরকে সতর্ক করে বলেন, তারা শহরটির একাধিক প্রতিষ্ঠানে হামলা করে এটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা আইনের শাসন ধ্বংস করছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানের চাকার নিচে পড়ে প্রাণ গেল কর্মচারীর
হংকংয়ে কেন খেলেননি, জানালেন মেসি
হংকংয়ে মেসিকে না খেলানোয় জরিমানার মুখে আয়োজকরা
X
Fresh