• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুম্বাইয়ের হোটেলে দুটি সিদ্ধ ডিমের দাম ১৭০০ রুপি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ১৮:২৪
ভারত, মুম্বাই
ছবি: ভারতের গণমাধ্যম নিউজ এইটিন

ভারতের মুম্বাইয়ের ফোর সিজনস হোটেলে দুটি সিদ্ধ ডিমের দাম এক হাজার ৭০০ রুপি! হোটেলটিতে দুটি ডিম খাওয়ার পর বিলের স্লিপ দেখে অবাক হয়ে যান কাস্টমার।

কার্তিক ধর নামের এক টুইটার অ্যাকাউন্টে শনিবার বিকেল তিনটা ১৬ মিনিটে স্লিপটির ছবি সংযুক্ত করে একটি পোস্ট করা হয় হয়।

পোস্টটিতে লেখা হয়, মুম্বাইয়ের ফোর সিজনস হোটেলে দুটি ডিমের দাম এক হাজার ৭০০ রুপি। রাহুল বোস (ভারতের বাংলা চলচ্চিত্রের অভিনেতা) ভাই আন্দোলন করবেন?

কার্তিক ধরের পোস্ট করা এই স্লিপের ছবিতে দেখা যায়, হোটেলটিতে দুটি ওমলেটের দামও এক হাজার ৭০০ রুপি রাখা হয়েছে।

ভারতের গণমাধ্যম নিউজ এইটিন জানায়, কিছুদিন আগে জেডব্লিউ ম্যারিয়ট হোটেলসের চণ্ডীগড় শাখায় এমনই এক ঘটনার সাক্ষী হন রাহুল বোস। এখানে দুটি কলার দাম ছিল ৪৪২ টাকা।

গণমাধ্যমটি জানায়, রাহুল বোসের ঘটনায় প্রথম জেডব্লিউ ম্যারিয়ট ক্ষমা চাইলেও পরে ফেডারেশন অব হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ম্যারিয়টের পক্ষ নেয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : কাশ্মীরে আবারও কারফিউ
---------------------------------------------------------------------

সবশেষ ঘটনায় ফোর সিজনস হোটেল এখনও কোনও মন্তব্য করেনি বলেও উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটিতে।

কার্তিক ধরের পোস্টটি ৭০০ বার রিটুইট করা হয়েছে এবং অনেক মানুষ অনলাইনে শেয়ার করেছেন। বেশির ভাগ মানুষই নেতিবাচক মন্তব্য করছেন।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh