• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেস স্থগিত পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ আগস্ট ২০১৯, ১৯:২৫
ভারত, পাকিস্তান
ছবি: পাকিস্তানের গণমাধ্যম ডন

কাশ্মীর বিতর্কে সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেস ট্রেন সার্ভিস স্থগিত ঘোষণা করলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন।

শেখ রশিদ বলেন, যতদিন আমি রেলমন্ত্রী থাকবো, ততদিন সমঝোতা এক্সপ্রেস এবং থর এক্সপ্রেস চলবে না। এটিই চূড়ান্ত। পাকিস্তানের থরের খোখরাপার শহর এবং ভারতের রাজস্থানের মুনাবাও গ্রামের মধ্যে এই থর এক্সপ্রেস ট্রেন সার্ভিস চালু ছিল।

পাকিস্তানের রেলমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, তিনি ঈদুল আজহার পর আজাদ জম্মু ও কাশ্মীর পরিদর্শন করবেন।

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। কিন্তু কোনও ব্যক্তি যদি কাশ্মীরিদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ না করে, তবে সে বিশ্বাসঘাতক।

পাকিস্তানের আরেকটি গণমাধ্যম জিও নিউজ জানায়, শুক্রবার দিনগত রাত ১২টা থেকে থর এক্সপ্রেস সার্ভিস বন্ধ করে দেয়া হবে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: জম্মু জেলার পৌরসভাগুলো থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
---------------------------------------------------------------

গত ৫ আগস্ট রাষ্ট্রপতির নির্দেশ জারির মাধ্যমে সোমবার ভারত সরকার দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করে।

এছাড়া ভারত অধিকৃত কাশ্মীর ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামের দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh