• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরের বিষয়ে ভারত কিছুই জানায়নি: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৯, ২১:০৮
ভারত, যুক্তরাষ্ট্র
ফাইল ফটো

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিষয়ে ভারত কিছুই জানায়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক টুইটার পোস্টে জানায়, ভারতীয় সরকার জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার আগে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করেনি, এমনকি কিছুই জানায়নি।

টুইটার পোস্টটিতে সই করেছেন ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারী সচিব অ্যালিস ওয়েলস।

সোমবার ভারতের নিউজ ওয়েবসাইট দ্যপ্রিন্টের খবরে বলা হয়, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শংকর।

একাধিক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে নিউজ ওয়েবসাইটটি জানায়, গত ১ আগস্ট ব্যাংককে পম্পেওকে জয়শংকর এবং ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টনকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিষয়টি জানান।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
X
Fresh