• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোদি সরকারের হাতে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৯, ১২:৫৬
জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক, কেন্দ্রীয় সরকার, নিয়ন্ত্রণ
ছবি: সংগৃহীত

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ফলে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের নিয়ন্ত্রণ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এতদিন ধরে ব্যাংকটি তাদের কার্যক্রম পরিচালনায় বিশেষ মর্যাদা পেয়ে আসছিল।

রাজ্যসভার পর লোকসভায় ৩৭০ বাতিলের প্রস্তাবটি পাস হয়। সবশেষ গতকাল মঙ্গলবার রাতেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নথিতে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাই জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের সম্পূর্ণ মালিকানা এখন কেন্দ্রীয় সরকারের হাতে।

বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের ৬০ শতাংশ মালিকানা রয়েছে এই রাজ্যের সরকারের হাতে। তবে রাষ্ট্রপতির ওই স্বাক্ষরের পর এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়ায় আনুষ্ঠানিকভাবে এই শেয়ার কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর হয়ে যাবে।

এর ফলে এই ব্যাংকটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পরিষদের সদস্যদের নিয়োগের ক্ষমতা পাবে।

কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাংকের মালিকানা চলে আসার পরপরই সেটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করবে। যার ফলে কেন্দ্রীয় সরকার ব্যাংকের সব ক্ষমতা পেয়ে যাবে।

৮১ বছর আগে প্রতিষ্ঠিত ব্যাংকটির বিভিন্ন বিষয় নিয়ে বহুমুখী পদক্ষেপ নিতে চলেছে সরকার। জম্মু-কাশ্মীরে কার্যক্রম পরিচালনা ক্ষেত্রে এতদিন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংকের মতো ক্ষমতা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সক্ষমতার অভাবে দুই যুগেও ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি (ভিডিও)
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
হাজারীবাগ ঝাউতলার বস্তির আগুন নিয়ন্ত্রণে
X
Fresh