• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৯, ০৯:১৫
হাসান রুহানি, ইমানুয়েল ম্যাক্রোঁ, যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে তার দেশের সবচেয়ে ন্যূনতম আশা হচ্ছে, ইরানের তেল রপ্তানি ও ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। তিনি মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোন সংলাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজের দেয়া সবগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে ইরান। কাজেই ওই সমঝোতায় ইরানকে যেসব সুযোগ সুবিধা দেয়ার কথা বলা হয়েছে, সেগুলোও তেহরানকে দিতে হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, পরমাণু সমঝোতার অপর পক্ষ যাতে ইরানকে তার অধিকার দিতে পারে সেজন্য তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সম্প্রতি তেহরান এ সমঝোতার কিছু ধারা বাস্তবায়নের কাজ স্থগিত রেখেছে। প্রতিপক্ষ তাদের প্রতিশ্রুতি পূরণ করা শুরু করলে ইরানও পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে বলে তিনি জানান।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন
---------------------------------------------------------------------

যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে সামরিক জোট গঠনের যে চেষ্টা করছে তার তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও ফ্রান্স যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে তখন যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ উসকানিমূলক।

টেলিফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, তিনি এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন, যাতে পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরান তার অর্থনৈতিক সুবিধাগুলো পেতে পারে। এ সমঝোতার বাকি সব পক্ষ তেহরানের পদক্ষেপকে স্বাগত জানায়।

ফ্রান্স পরমাণু সমঝোতার প্রতি অটল রয়েছে বলেও প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh