• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪৩ আহত ৫১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৯, ১৬:৩৯
লিবিয়া, বিমান হামলা
ফাইল ফটো (ফ্রান্স টোয়েন্টি ফোর থেকে নেয়া)

লিবিয়ার দক্ষিণাঞ্চলের মুরজুক শহরে রোববার এক বিমান হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মুরজুক পৌরসভার সদস্য মোহামেদ ওমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

এদিকে দেশটির সেনা কর্মকর্তা খলিফা হাফতারের প্রতি অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) রোববার রাতে শহরটিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে এলএনএ জানায়, বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। পাশের দেশ চাদের বিরোধী যোদ্ধাদেরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

দ্য লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় স্থানীয় অ্যাক্টিভিস্টদের পোস্ট করা এক ভিডিওতে এই হামলায় ভুক্তভোগীদের মরদেহগুলো দেখা গেছে।

দেশটির রাজধানী ত্রিপোলি ভিত্তিক প্রেসিডেনশিয়াল কাউন্সিল এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে এবং এর জন্য দায়ী হাফতারের অনেক সৈন্যকে আটক করেছে।

এই প্রেসিডেনশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে লিবিয়ায় জাতিসংঘ মিশনের কাছে এই হামলার ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছে।

চলতি বছরের শুরুতে এলএনএ তেল উৎপাদনকারী দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণের জন্য মুরজুক দখল করে। কিন্তু পরে তারা রাজধানী ত্রিপোলি দখলের জন্য উত্তরাঞ্চলের দিকে সরে যায়।

আরও পড়ুন

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৮ 
জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
আরও ২০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
X
Fresh