• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাশ্মীরে ১৪৪ ধারা জারি, গৃহবন্দী সাবেক দুই মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৯, ০৪:৩২
কাশ্মীর উত্তেজনা সাবেক মুখ্যমন্ত্রী
সাবেক দুই মুখ্যমন্ত্রী

কাশ্মীর সংক্রান্ত উত্তেজনা আরও বেড়েছে। রোববার মধ্যরাতে গৃহবন্দী করা হয়েছে জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে। সেইসঙ্গে কাশ্মীরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গভীর রাতের এই পদক্ষেপে সবার মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট ও কেবল টিভি সেবা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে চলতি উত্তেজনার প্রেক্ষিতে অঞ্চলটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। রাজ্য সচিবালয়, পুলিশের সদর দফতর, বিমানবন্দর, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দফতর-সহ কাশ্মীরের সংবেদনশীল স্থানে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।

রাতে শহরের বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। শ্রীনগরে প্রবেশ ও বের হওয়ার পথে ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগে যেসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে প্রশাসনকে বাধার মুখে পড়ে হয়েছিল, সেসব এলাকার প্রতি বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
X
Fresh