• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পারস্য উপসাগরে ফের তেলবাহী জাহাজ আটক করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ আগস্ট ২০১৯, ২০:৩৯
ইরান, আইআরজিসি, তেলবাহী ট্যাংকার আটক
ছবি: সংগৃহীত

পারস্য উপসাগর থেকে আরও একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের কর্তৃপক্ষ। জাহাজটি কয়েকটি আরব দেশের জন্য তেল চোরাচালানের কাজে জড়িত ছিল বলে দাবি করেছে তেহরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার রমেজান জিরাহি আজ রোববার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার বাহিনীর টহল দল গত বুধবার রাতে পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছ থেকে তেলবাহী জাহাজটি আটক করে।

কমান্ডার জিরাহি বলেন, বিদেশি জাহাজটি অন্য কয়েকটি জাহাজ থেকে তেল নিয়ে তা পারস্য উপসাগরীয় কয়েকটি আরব দেশে চালান করছিল। তবে তিনি কোনও আরব দেশের নাম উল্লেখ করেননি।

আইআরজিসি’র কমান্ডার জিরাহি আরও বলেন, আটক জাহাজ থেকে সাত লাখ লিটার তেল ও বিভিন্ন দেশের সাতজন নাবিককে আটক করা হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ভারতে ডিমের গায়ে এক্সপায়ারি ডেট!
---------------------------------------------------------------

ইরানের বিচার বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করেই জাহাজটি আটক করা হয়েছে বলেও জানান রমেজান জিরাহি। এর আগে গত ১৪ জুলাই আইআরজিসি পারস্য উপসাগরের লারাক দ্বীপ থেকে আরেকটি তেল চোরাচালানকারী জাহাজ আটক করেছিল। এছাড়া গত ১৯ জুলাই ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
একদিনে ৭ জনের শিরশ্ছেদ করল সৌদি 
ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির
যুদ্ধ বন্ধে মার্কিন ভেটো শতাব্দীর সেরা কূটনীতিক বিপর্যয় : ইরান
X
Fresh