• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

​ডেঙ্গু নিয়ে বাংলাদেশ ভ্রমণে ব্রিটেনের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ আগস্ট ২০১৯, ২২:৪৮
ডেঙ্গু, বাংলাদেশ ভ্রমণ, ব্রিটিশ নাগরিক
ছবি: সংগৃহীত

ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

সেখানে বাংলাদেশ ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়, বাংলাদেশে সারা বছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক ঘোষণা জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর যুক্তরাজ্যের প্রায় দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করে থাকেন। আর ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সব সময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয়া হয়ে থাকে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
X
Fresh