• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ আগস্ট ২০১৯, ১৬:৩৪
যুক্তরাষ্ট্র, রাশিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার সঙ্গে করা ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। খবর সিএনএনের।

এই চুক্তির অধীনে উভয় দেশ ৫০০ থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার রেঞ্জের স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র সম্প্রসারণ সীমাবদ্ধ করতে সম্মত হয়েছিল।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্নায়ুযুদ্ধকালীন চুক্তিটি থেকে দেশটির বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, এর জন্য রাশিয়া এককভাবে দায়ী।

তিনি বলেন, রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করে নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে চুক্তিটির শর্তগুলো পালনের মনোভাব নিয়ে ফিরে আসতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারি মাসে জানায়, ২ আগস্ট আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাবে দেশটি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইরান বিরোধী মিশনে যোগ না দেয়ায় জার্মানকে তিরস্কার করল আমেরিকা
---------------------------------------------------------------

ন্যাটো এক বিবৃতিতে জানায়, রাশিয়া আইএনএফ চুক্তি লঙ্ঘন করছে এবং তারা এটি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছে।

বিবৃতিটিতে আরও উল্লেখ করা হয়, রাশিয়া চুক্তিটির শর্তগুলো পালনের মাধ্যমে ফিরে আসার জন্য গত ছয়মাস সময় পেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে।

কে/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh