• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেদারল্যান্ডসে আজ থেকে বোরকা নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৯, ১৮:২৫
নেদারল্যান্ডস, বোরকা নিষিদ্ধ
ছবি: ডয়চে ভেলে

নেদারল্যান্ডসে বোরকার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর করা হয়েছে। খবর ডয়চে ভেলের।

দেশটির কেউ কেউ মনে করেন, বোরকা নারী নিপীড়নের প্রতীক। আবার কেউ কেউ এই নিষেধাজ্ঞাকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।

বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞায় স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা’ পোশাক নিষিদ্ধ করা হয়েছে।

কেউ বোরকা পরে এসব জায়গায় ঢুকতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে মুখ দেখাতে বলতে পারবেন। এতে আপত্তি জানালে তাকে ভেতরে ঢুকতে না দেয়ার ক্ষমতাও থাকবে তাদের।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীকে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানা করতে পারবে কর্তৃপক্ষ। প্রয়োজন মনে করলে পুলিশকেও ডাকতে পারবে তারা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইয়েমেনে দুটি হামলায় ৫১ জন নিহত
---------------------------------------------------------------

অবশ্য শুধু বোরকা নয়, পুরো মুখ ঢাকা হেলমেট বা অন্য যেকোনো কিছুর ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য।

এই আইনের প্রস্তাব করা হয় ২০০৫ সালে। ব্যাপক বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে আইনটি পাস হয়। ২০১৮ সালের জুনে ডাচ সিনেট এটি অনুমোদন করে।

আইনটি কার্যকরের আগে দেশটির সরকারকে ব্যাপক বিরোধিতার মুখোমুখি হতে হয়। কয়েকটি শহরের কর্তৃপক্ষ, হাসপাতাল, গণপরিবহন সংস্থা এবং পুলিশও এর বিরোধিতা করে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে নিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন যে প্রধানমন্ত্রী
X
Fresh