• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জুলাই ২০১৯, ০৯:০৬
পাকিস্তান, সামরিক বিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক বিমান প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন বিমানের ক্রু ও অপর ১২ জন বেসামরিক নাগরিক। খবর গালফ নিউজের।

ওই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে গেলে আরও ১২ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভানোর চেষ্টা করছে।

উদ্ধারকারী দলের মুখপাত্র ফারুক বাট বলেছেন, একটি ছোট বিমান আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। ওই বিমানটির মডেল সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : সিঙ্গাপুরে চলতি বছর ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু
---------------------------------------------------------------------

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, বিমানে থাকা পাঁচজন সেনাসদস্যও ওই ঘটনায় নিহত হয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন জ্বলতে দেখা যায়

বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলছে, বিমানবাহিনীর একটি বিমান রুটিন প্রশিক্ষণ ফ্লাইটের সময় রাওয়ালপিন্ডির উপশহর মোরা কালু গ্রামে বিধ্বস্ত হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে আগুন জ্বলছে।

বাট বলেন, তারা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। এদিকে ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এপির একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি একটি বাড়ি ও কয়েকটি অস্থায়ী বাড়ি পুড়তে দেখেছেন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ টাওয়ারের হঠাৎ করে ওই বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কী কারণে ওই বিমান বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তারা।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে পাকিস্তানের হাইক‌মিশনারের সাক্ষাৎ
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
X
Fresh