• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে কারাগারে আসামিদের দুপক্ষের সংঘর্ষে নিহত ৫২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ২২:১৯
ব্রাজিল, কারাগারে সংঘর্ষ
ফাইল ফটো (যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি থেকে নেয়া)

ব্রাজিলের একটি কারাগারে আসামিদের দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

দেশটির পারা রাজ্যের আলতামিরা কারাগারে গ্যাং সদস্যদের এক পক্ষ অপরটির ওপর আক্রমণ করলে ঘটনাটি ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

দেশটির সরকারি কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় সোমবার সকাল সাতটায় শুরু হওয়া এই সংঘর্ষ শেষ হয় দুপুরের দিকে।

তারা আরও জানান, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে নিহতদের মধ্যে ১৬ জনের মাথা ধড় থেকে আলাদা করে ফেলা হয়েছে।

অন্যান্য স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে, কারাগারটির একটি অংশে আগুন লাগিয়ে দেয়া হয়। এর ফলে নিহতদের অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

দাঙ্গা চলাকালে কারাগারের দুজন কর্মকর্তাকে জিম্মি করা হয়। তাদেরকে মুক্ত করা হয়েছে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমটিতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে।

মে মাসে একদিনে অ্যামাজোনাস রাজ্যের মানাউসের চারটি আলাদা কারাগারে আসামিদের সংঘর্ষে ৪০ জন মারা যান। এর ১৫ দিন পর একই এলাকার কারাগারে সংঘর্ষে ১৫ জন নিহত হন।

আরও পড়ুন

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh