• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফ্রান্সে মিলল ১৪ কোটি বছর আগের ডাইনাসোরের বৃহদাকার হাড়

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জুলাই ২০১৯, ১৪:৩৭
ডাইনাসোর, হাড়, ফ্রান্স
ছবি: সংগৃহীত

ফ্রান্সে গত সপ্তাহে একটি বৃহদাকার ডাইনাসোরের উরুর হাড় পাওয়া গেছে। ফ্রান্সের জীবাশ্মবিদরা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানে ওই হাড়ের সন্ধান পায়।

ফ্রান্সের আঁজেক-শ্যারন্ট খননক্ষেত্র থেকে আবিষ্কৃত হওয়া দুই মিটার দীর্ঘ ওই হাড়টি একটি সরোপড ডাইনোসরের বলে ধারণা করা হচ্ছে। লম্বা ঘাড় ও লম্বা লেজ বিশিষ্ট তৃণভোজী এই ডাইনাসোর ১৪ কোটি বছর আগে জুরাসিক যুগের শেষদিকে পৃথিবীতে বিচরণ করতো।

প্যারিসের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একজন জীবাশ্মবিদ রোনান অ্যালেইন বলেন, এটা একটি বড় আবিষ্কার। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ‍উরুর হাড়টি যেভাবে সুরক্ষিত ছিল তা দেখে আমি বিশেষভাবে অবাক হয়েছি।