• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ চলাকালে সহস্রাধিক আটক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৯, ০৮:৩৪
রাশিয়া, মস্কো
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন

রাশিয়ার রাজধানী মস্কোতে শনিবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিরোধী দলের সমর্থকদের বিক্ষোভ চলাকালে পুলিশ সহস্রাধিক বিক্ষোভকারীকে আটক করেছে বলে জানিয়েছে সিএনএন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থানীয় শাখা বলছে, কমপক্ষে এক হাজার ৭৪ জন আটক হয়েছেন। কিন্তু ওভিডি-ইনফো নামের একটি স্বাধীন পর্যবেক্ষক গোষ্ঠী বলছে, সংখ্যাটি এক হাজার ১২৭।

আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে অংশগ্রহণ থেকে একাধিক স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীকে রুশ কর্তৃপক্ষ অযোগ্য ঘোষণার পর রাজধানীতে অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার রুশ।

কর্তৃপক্ষ জানায়, এসব প্রার্থীকে নির্বাচনী লড়াইয়ে অযোগ্য ঘোষণার কারণ তাদের ব্যালট পেপারে যথেষ্ট সংখ্যক সই ছিল না। বিরোধী রাজনীতিক এবং সমর্থকরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেন।

ছবি: সিএনএন

এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলতি মাসে রাশিয়াজুড়ে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এগুলোর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় গত সপ্তাহের শেষদিনে। এদিন ২২ হাজার মানুষ রাস্তায় নামেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: রোহিঙ্গাদের হয় নাগরিকত্ব, নয় ভূখণ্ড দিতে হবে: মাহাথির
---------------------------------------------------------------

বিক্ষোভকারীরা শনিবার এর চেয়ে বড় ধরনের বিক্ষোভ করার হুমকি দেন। কর্তৃপক্ষ এটিকে অবৈধ ঘোষণা করে। তাই এদিন সকালে মস্কোর সিটি হলে কয়েকশ’ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এসব দাঙ্গা পুলিশের চোখের সামনে বিক্ষোভের প্রস্তুতি নেন বিক্ষোভাকারীরা। পরে তারা সিটি হলের দিকে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ঠেকাতে অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান পুলিশ সদস্যরা।

একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। কমপক্ষে দুজন বিক্ষোভকারীকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। সংঘর্ষ চলাকালে তাদের মুখ রক্তাক্ত হয়ে যায়।

ছবি: সিএনএন

মস্কো পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটি জানায়, এদিনের এই বিক্ষোভে তিন হাজার ৫০০ মানুষ অংশগ্রহণ করে। এসব অংশগ্রহণকারীর মধ্যে ৭০০ সাংবাদিক এবং ব্লগার ছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মস্কো শাখা এক বিবৃতিতে জানায়, আটককৃতদের বেশির ভাগই মস্কোর বাসিন্দা নন। সব আটককৃতকে তদন্তের জন্য আঞ্চলিক পুলিশ ইউনিটগুলোতে আনা হবে।

গত কয়েকদিনে একাধিক বিক্ষোভগুলোতে দমনপীড়ন চালিয়ে একাধিক বিরোধী দলীয় প্রার্থীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন দেশটির স্পষ্টবাদী বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি।

শনিবারের বিক্ষোভটি ডাকায় দেশটির বিক্ষোভ আইন লঙ্ঘনের দায়ে তাকে ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এদিনের বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে তার বন্ধু ইলিয়া ইয়াশিনকে আটক করা হয়।

এছাড়া নাভালনির নারী মুখপাত্র কিরা ইয়ার্মিশ, অযোগ্য ঘোষিত প্রার্থী দিমিত্রি গুডকভ এবং লিয়ুবভ সোবো ও ইভান ঝাদানভসহ একাধিক জনপ্রিয় কর্মীকে আটক করে পুলিশ।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭, শিশুসহ আহত ৬০
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
মুখ খুলল রাশিয়া
‘মায়া আর ব্যক্তি ইভা একেবারেই আলাদা’
X
Fresh