• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে ধানক্ষেতে আছড়ে পড়লো উল্কা, আতঙ্কে গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৯, ১৪:৩৮
ভারত উল্কা
ভারতে ধানক্ষেতে আছড়ে পড়া উল্কা

কৃষকরা তখন ধানক্ষেতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে ধোঁয়া ওঠা কিছু একটা আছড়ে পড়ে ক্ষেতের মধ্যে। আকাশ থেকে আছড়ে পড়া হালকা বাদামি রঙের পাথরের টুকরাটিকে উল্কা বলেই মনে করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, একটা ফুটবলের সাইজের ওই উল্কায় ধানক্ষেতে চার ফুট গভীর গর্ত হয়ে যায়। কিছুক্ষণের জন্য ধোঁয়ায় ভরে যায় চারদিক। ভারতের বিহারে মধুবনীর এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মধুবনীর জেলাশাসক শীরসত কপিল অশোক জানিয়েছেন, ওই পাথরের খণ্ডটির ওজন প্রায় ১৫ কেজি। ফলে এটি কারও শরীরে পড়লে তার মৃত্যু পর্যন্ত হতে পারত।

এই উল্কার টুকরাটির চৌম্বক শক্তি অনেক বেশি বলে জানিয়েছেন কর্মকর্তারা। বর্তমানে উল্কার টুকরাটি পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা। এর আগে ২০১৬ সালে তামিলনাড়ুতে উল্কার আঘাতে মৃত্যু হয়েছিল এক বাস চালকের। তখন আহত হয়েছিলেন আরও তিনজন।

ডি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ দিনেও দস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
X
Fresh