• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পারস্য উপসাগরে মার্কিন জোটে সেনা পাঠাবে না জাপান

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুলাই ২০১৯, ০৯:৫৩
পারস্য উপসাগর,মার্কিন জোট
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জাপান জানিয়েছে, তারা পারস্য উপসাগরীয় এলাকায় বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা দেয়ার নামে আমেরিকা যে সামরিক জোট গঠনের চেষ্টা করছে তাতে সেনা পাঠাবে না। জাপানের মন্ত্রী পরিষদের সচিব ইয়োশিহিদি সুগা মঙ্গলবার এ কথা বলেছেন।

তিনি বলেন, দেশের বর্তমান অবস্থান নিয়ে আমাদের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া আগে যা বলেছেন তাতে কোনও পরিবর্তন আসেনি। জাপান সরকারের মুখপাত্র সুগা বলেন, প্রতিরক্ষামন্ত্রী আয়া আগে যা বলেছেন সেখানে কোনো পরিবর্তন ঘটেনি।

এর আগে প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আয়া গত সপ্তাহে বলেছিলেন যে, মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই তার দেশের।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : প্রতিদিন ১৭টা করে মিথ্যা কথা বলেন ট্রাম্প!
---------------------------------------------------------------------

মধ্যপ্রাচ্যে পারস্য উপসাগরের ওপর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত সামরিক জোটের জন্য যুক্তরাষ্ট্র তার মিত্রদেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপেদষ্টা জন বোল্টনের চলমান টোকিও সফরের সময় মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর বিষয়টি তার আলোচ্য সূচিতে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বোল্টন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো, প্রতিরক্ষামন্ত্রী আয়া এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শোতারু ইয়াচির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে জাপানি সংসদের উচ্চকক্ষের নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবের জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। সেখানে আবে বলেন, ইরানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে এবং দেশটির প্রেসিডেন্টসহ বহু নেতার সঙ্গে আমার বৈঠক হয়েছে। যেকোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমরা উত্তেজনা কমানোর জন্য সবরকমের চেষ্টা চালাব। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নতুন জোট গঠন করে কী করতে চায় সে সম্পর্কে পরিপূর্ণ তথ্য নেয়া দরকার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
সামরিক সহযোগিতা বাড়াতে জাপান-যুক্তরাষ্ট্র বৈঠক
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
X
Fresh