• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বরিস জনসন প্রধানমন্ত্রী হলে পদত্যাগ করবেন যুক্তরাজ্যের বিচারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৯, ০৫:৪৯
যুক্তরাজ্য, জনসন
ফাইল ফটো (যুক্তরাজ্যের গণমাধ্যম লিডিং ব্রিটেন’স কনভারসেশন থেকে নেয়া)

বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলে বুধবার পদত্যাগ করবেন বলে জানিয়ে দিলেন দেশটির বিচারমন্ত্রী ডেভিড গাউকে।

জনসন কোনও চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর করলে তার অধীনে দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন গাউকে।

রোববার এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম সানডে টাইমসের বরাতে একথা জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দি ইনডিপেনডেন্ট।

গাইকে বলেন, থেরেসা মে ক্ষমতা গ্রহণের পর থেকে এই মন্ত্রিসভায় আছি আমি। আমি তার কাছেই পদত্যাগ করতে চাই।

দেশটির ক্ষমতাসীন টরি দলের প্রধান নির্বাচনের ভোটদান সোমবার শেষ যাবে। এর পরের দিন ফলাফল ঘোষণা করা হবে।

এই লড়াইয়ে এগিয়ে আছেন জনসন। ইউরোপের অনেক রাজনীতিক চান তিনি যেনো চুক্তি ছাড়া ব্রেক্সিট কার্যকর না করেন।

আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের এসব রাজনীতিক গোপনে জনসনের সঙ্গে যোগাযোগ করছেন।

টরির প্রধান যিনিই হোক না কেনো তাকে সমর্থনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ওয়ার্ক অ্যান্ড পেনশনসমন্ত্রী আম্বার রাড।

তিনি সানডে টেলিগ্রাফের এক নিবন্ধে বলেন, অন্তত দলের সদস্য হিসেবে হলেও এখন সবাইকে অবশ্যই এক থাকতে হবে।

তিনি বলেন, আমি দলের অনেকের অনুভূতি জানি কিন্তু নতুন প্রধানমন্ত্রী ইউরোপিয়ান ইউনিয়নে একটি নতুন শুনানি পাবেন।

আমি আশা করি এক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে তার পাশে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।

কে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য
কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
X
Fresh