• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সৌদি আরবে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুলাই ২০১৯, ২২:২৩
সৌদি আরব
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে অতিরিক্ত ৫০০ সেনা পাঠাচ্ছে দেশটি। আর ট্রাম্প প্রশাসনের এমন তৎপরতায় কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন শনিবার জানিয়েছে, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মার্ক স্পারকে সৌদি আরবে আরও বেশি মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর অনুমতি দেয়া হয়েছে। পেন্টাগন এবার দাবি করেছে, সৌদি আরবে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ফলে তাদের শক্তি সেখানে আরো বাড়বে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, বাদশাহ সালমানের অনুরোধে সাড়া দিয়ে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে তাদের সমরশক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫০০ সেনা সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলীয় সালমান বিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে। এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র এক হাজার সেনা পাঠানোর কথা বলেছিল; তবে তাদেরকে ঠিক কোথায় মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেন, মার্কিন সরকার সৌদি আরবে অতিরিক্ত সেনা পাঠানোর বিষয়টি কংগ্রেসকে অবহিত করেনি। সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাসের পরও সরকারের এ পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫
রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি  
রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা
X
Fresh