• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চীনে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুলাই ২০১৯, ১৩:৩৬
চীন গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ
চীনে গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ১০

চীনের মধ্যাঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় নিখোঁজ আছেন অন্তত ৫ জন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, চীনের হেনান প্রদেশের সানমেনজিয়া সিটির ইয়ামাতে শুক্রবার সন্ধ্যায় ওই বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির দরজা-জানালা আশেপাশে ছড়িয়ে পড়ে।

চীনের সংবাদমাধ্যম জিনহুয়া নিউজ জানায়, হেনান কোল গ্যাস কোম্পানি লিমিটেডের ইয়ামা গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। তবে গ্যাস ট্যাঙ্ক এরিয়াতে এই বিস্ফোরণ হয়নি। বিস্ফোরণ হয়েছে মূলত ফ্যাক্টরিটির এয়ার সেপারেশন ইউনিটে। এতে ওই কারখানার সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চীন সরকার কারখানায় সুরক্ষা নিশ্চিতের ওপর যথেষ্ট গুরুত্ব দিলেও গত কয়েকদিন ধরে দুর্ঘটনা অনেকটাই নিয়মিত হয়ে উঠেছে। গত মার্চে জিয়াংজু প্রদেশে একটি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১
জিম্মি জাহাজে বিস্ফোরণের শঙ্কা
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১০
X
Fresh