• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতে গরু চুরির সন্দেহে গণপিটুনি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুলাই ২০১৯, ১২:৩০
ভারত গরুচুরির সন্দেহ
ভারতে গরুচুরির সন্দেহে গণপিটুনি, নিহত ৩

ভারতের পূর্বাঞ্চলে গরু চুরির সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে একটি মহিষ ও বাছুরকে লরিতে তোলার চেষ্টা করছিল সন্দেহভাজন চোরেরা। এসময় তাদের গণপিটুনিতে হত্যা করা হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে শুক্রবার সকালে বিহার রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা আটক করে। এরপর গণপিটুনিতে নিহত হয় তারা। এদিকে গণপিটুনির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতে এর আগেও এ ধরনের হামলায় ধর্মীয় সংখ্যালঘু এবং সামাজিকভাবে নিম্নবর্ণের হিসেবে বিবেচিত গোষ্ঠীর সদস্যদের মৃত্যুর ঘটনা ঘটেছে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে মনে করে এবং গো হত্যা সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হয়।

হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার এ ধরণের ঘটনা প্রতিরোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে সমালোচকদের। ২০১৪ সাল থেকে গরুর মাংস বিক্রি বা গরু পাচারের অভিযোগে বিভিন্ন ধরনের হামলায় এবং গণপিটুনিতে বেশকিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক।

ডি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জন্য পেঁয়াজ কিনছে ভারত
‘শেখ মুজিব কেবল বাংলাদেশের বন্ধু নন, তিনি ভারতেরও বন্ধু’
বাংলাদেশি জাহাজ উদ্ধারে অভিযান চালাবে ভারতীয় নৌবাহিনী
ভারতে ফিরলেই গ্রেপ্তার হবেন রাখি
X
Fresh