• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গ্রিসে যেন হাত বাড়ালেই ছোঁয়া যায় বিমান!

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুলাই ২০১৯, ০২:৩৪
ছবি: সংগৃহীত

বিমান সাধারণত এতো নিচু দিয়ে নামতে দেখা যায় না। তবে গ্রিসে স্কিয়াথোসের বিমানবন্দরে মাথার কয়েক হাত ওপর দিয়ে নামবে একের পর এক বিমান। আর এটাই যেন এখানকার অন্যতম আকর্ষণ। পর্যটকরা ক্যামেরা বাগিয়ে একের পর এক বিমানের অবতরণ ‘রেকর্ড’ করে যাচ্ছেন।

সম্প্রতি ইউটিউবে এমনই একটি ভিডিও প্রকাশ পেয়েছে। প্রকাশ পাওয়ার পর ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

বিশ্বের বেশির ভাগ বিমানবন্দরে রানওয়ের অনেক দূর দিয়ে প্রাচীর বা কাঁটাতারের বেষ্টনী দেয়া থাকে। যাতে বিমান ওঠা-নামার সময় ধারে কাছে বাইরের কেউ আসতে না পারেন। কিন্তু এমন কোনও বিমানবন্দর দেখেছেন, যেখানে আপনার একদম কাছ দিয়ে বিমান নামছে?

স্কিয়াথোসের ওই বিমানবন্দরে এমনটাই ঘটছে। সেখানে সমুদ্রতটের পাশে একটি ছোট রাস্তা, তার পাশেই রানওয়েটি। ইউটিউবের একটি জনপ্রিয় চ্যানেল ‘কার্গোস্পটার’ ১২ জুলাই এমনই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। এতো নিচ দিয়ে বিমান নামে যে একবার এক দম্পতি এক বিমনের বাতাসে নিচে পড়ে যান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রিসে বাংলাদেশি যুবক নিহত
প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম করছেন অভিনেতা
X
Fresh