• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরান পরমাণু কর্মসূচি নিয়ে সংলাপের আহ্বান ব্রিটেন-ফ্রান্স-জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ জুলাই ২০১৯, ২২:৪৫
ইরান, ব্রিটেন
ফাইল ফটো

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় তারা রোববার এই আহ্বান জানায় বলে জানিয়েছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি।

ইরানের সঙ্গে ২০১৫ সালে করা পরমাণু চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকির মুখে পড়ায় এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে এই তিন দেশের নেতারা।

ফ্রান্সের রাষ্ট্রপ্রধানের বাসভবন এলিসি প্রাসাদ থেকে দেয়া বিবৃতিটিতে উল্লেখ করা হয়, এই পরমাণু চুক্তি টিকে থাকার নিশ্চয়তা ইরানের ওপর নির্ভর করছে।

এতে বলা হয়, আমরা বিশ্বাস করি চলমান উত্তেজনা নিরসনে উপায় খুঁজে বের করতে সংলাপ শুরু করার সময় এসেছে।

আরও বলা হয়, এই ধরনের সংকটে সংশ্লিষ্ট সব পক্ষকে থামানো এবং তাদের পদক্ষেপের সম্ভাব্য পরিণতির কথা বিবেচনা করা প্রয়োজন।

ইরানের সঙ্গে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের এই চুক্তিসইয়ের ক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে হতাশ হয় ইউরোপের এই তিন দেশ।

তারা জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় চুক্তিটি ভাঙনের ঝুঁকিতে আমরা উদ্বিগ্ন।

আরও জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা অতিক্রম করার সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তারা এই চুক্তির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
X
Fresh