logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

লাগেজের চার্জ কমাতে ফরাসি বিমানবন্দরে একি করলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১০ জুলাই ২০১৯, ২০:৫৭ | আপডেট : ১০ জুলাই ২০১৯, ২১:০৭
লাগেজের চার্জ কমাতে
সংগৃহীত ছবি
এমন কখনও শুনেছেন আগে? নিশ্চয়ই না। সম্প্রতি এমন অদ্ভুত ঘটনাই ঘটেছে ফ্রান্সের নিসে বিমানবন্দরে। সেখানে এক ব্যক্তি লাগেজের চার্জ কমাতে ১৫টি শার্ট পড়েছেন। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন এক প্রতিবেদনে জানায়, ফ্রান্সের নিসে বিমানবন্দরে লাগেজের চার্জ কমাতে ১৫টি শার্ট পরেন এক ব্যক্তি। তার নাম জন আরভিন। পরিবারে নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগো থেকে এসেছিলেন তিনি।

জানা যায়, ইজি-জেটের বিমানে এডিনবার্গে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মালপত্রের ওজন বেশি হয়ে যাওয়ায় তার কাছ থেকে অতিরিক্ত কর চায় বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু জন অতিরিক্ত টাকা দিতে রাজি ছিলেন না।

সব মিলিয়ে ৮ কেজি মালামাল বেশি হওয়ায় অন্য ফন্দি আঁটেন জন। ব্যাগ থেকে একের পর এক জামা বের করে পরা শুরু করেন তিনি। এভাবে টানা ১৫টি জামা পরে অবশেষে থামেন তিনি। তারই পরিবারের একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। এরপরই সেটি ভাইরাল হয়ে পড়ে।

ডি/

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়