• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২০২৫ সালের মধ্যে ধূমপানমুক্ত সুইডেন গড়তে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৯, ২৩:৪২
সুইডেন, সিগারেট
ছবি: জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে

ধূমপানমুক্ত দেশ হওয়ার লক্ষ্যে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করতে এক নতুন আইন প্রণয়ন করেছে সুইডেন। ই-সিগারেটও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

এখন থেকে দেশটির খেলার মাঠ, ট্রেন স্টেশন এবং এমনকি রেস্টুরেন্ট ও বারের মতো সাধারণ মানুষের চলাচলের স্থানগুলোতে ধূমপান করা যাবে না।

গত ১ জুলাই থেকে স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে এই নতুন আইন কার্যকর করা হয় বলে জানিয়েছে জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলে।

দেশটির প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেনের আগামী ২০২৫ সালের মধ্যে দেশটিকে ধূমপানমুক্ত করার লক্ষ্যের অংশ হিসেবে সবশেষ পদক্ষেপটি নেয়া হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান মতে, সুইডেনে সিগারেট উৎপাদনের তুলনায় প্রাত্যহিক ধূমপায়ীদের সংখ্যা আনুপতিকভাবে কমছে।

তবু বিরোধিতার মুখোমুখি হতে হয়েছে আইনটিকে। নিকল্যাস কিউভ্যার্নস্টর্ম নামের এক ধূমপায়ী ফেসবুকে একটি গ্রুপ খুলে প্রতিবাদ শুরু করেছেন।

তিনি সুইডেনের টিটি নিউজ এজেন্সিকে জানান, যারা সিগারেটের ধোঁয়ায় অস্বস্তিবোধ করেন, তাদের সমস্যাটি বুঝতে পারছেন। তবে অন্যভাবেও সমস্যাটির সমাধান করা যেতো।

তিনি বলেন, এই নতুন আইনে ধূমপায়ীদের ব্যক্তিগত অনুভূতিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে এবং এটি পক্ষপাত দোষে দুষ্ট।

এদিকে আইনটি কার্যকর হওয়ার আগের রাতে সুইডেনের অন্যতম রাজনৈতিক দল লিবারেল পার্টির চেয়ারম্যান জোয়ার ফরসেল এমন পোশাক পরেন, যা দেখতে অনেকটা সিগারেটের মতো।

তিনি ধূমপায়ী না হয়েও তার ২০ জন সহকর্মীর সঙ্গে দেশটির গটল্যান্ড দ্বীপের ভিসবি শহরের একটি রেস্টুরেন্টে একটার পর আরেকটা সিগারেট নিঃশেষ করেন।

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবকদের সিগারেট খেতে মানা করায় শিক্ষককে ছুরিকাঘাত
২০৪১ সালের মধ্যে ধূমপানমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার আহ্বান
র‍্যাগিংয়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা, হাবিপ্রবির দুই ছাত্র বহিষ্কার
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ ঘুরলেন সুইডেন-জার্মানের ২০ পর্যটক
X
Fresh