• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুসলিম নারীদের মসজিদে প্রবেশাধিকারে হিন্দু মহাসভার আর্জি খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ জুলাই ২০১৯, ১১:৫১
নারীদের মসজিদে প্রবেশাধিকার
ছবি: সংগৃহীত

মুসলিম মেয়েদের মসজিদে প্রবেশাধিকারের আর্জি নিয়ে অখিল ভারত হিন্দু মহাসভার মামলা সোমবার খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ হিন্দু মহাসভার ওই মামলা খারিজ করে দেন। এসময় আদালত বলেন, মুসলিম নারীদের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানাতে দিন। তখন অধিকার আদায়ের এই মামলাটি গ্রাহ্য হবে।

অখিল ভারত হিন্দু মহাসভার কেরালা প্রেসিডেন্ট স্বামী দেতাত্রেয় সাই স্বরূপ নাথ এই পিটিশনটি ফাইল করেছিলেন।

এর আগে গত এপ্রিল মাসে মসজিদে নারীদের প্রার্থনা করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক মুসলিম দম্পতি।

গত বছর কেরালার শবরীমালা মন্দিরে সব বয়সের নারীদের প্রবেশাধিকার দেয় সুপ্রিম কোর্ট। ওই রায়ে অনুপ্রাণিত হয়ে সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা ওই দম্পতি ইয়াসমিজ জুবের আহমেদ পিরজাদে এবং জুবের আহমেদ পিরজাদে।

ওই দম্পতি আদালতে আবেদন জানিয়ে বলেছেন, নারীদের মসজিদে ঢুকতে না দেয়ার প্রথা বেআইনি ও অসাংবিধানিক। তা সংবিধানের ১৪, ১৫ ২১, ২৫ ও ২৯ নম্বর ধারার বিরোধী।

একইসঙ্গে ওই দম্পতি দাবি করেন, কুরআনে কোথাও লেখা নেই যে নারীরা মসজিদে প্রবেশ করতে পারবেন না। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-ও মসজিদে নারীদের প্রবেশের বিরোধিতা করেননি বলেও জানান ওই দম্পতি।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঐতিহাসিক বদর দিবস আজ
বাবা মুসলিম, মা হিন্দু— যে ধর্ম অনুসরণ করেন সারা
রমজানে সমগ্র মুসলিম বিশ্বের কল্যাণ কামনা প্রধানমন্ত্রীর
রমজানে আল-আকসায় নামাজ পড়া নিয়ে ইসরায়েলের বিবৃতি
X
Fresh