• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের কথায় সিরিয়ায় সৈন্য পাঠাবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৯, ২৩:৫১
জার্মানির সৈন্য - rtvonline
ছবি: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রের কথায় সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে সৈন্য পাঠাবে না বলে জানিয়েছে জার্মানি।

সোমবার দেশটির পক্ষ থেকে এ কথা জানানো হয় বলে জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক লন্ডন ভিত্তিক অনলাইন নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই।

এর আগে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জেমস জেফরি বলেছিলেন, যুক্তরাষ্ট্র চায় সিরিয়ার উত্তরাঞ্চলে জার্মানির পক্ষ থেকে সৈন্য পাঠানো হোক।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি শনিবার জার্মানির সংবাদপত্র ডাই ওয়েল্টসহ একাধিক জার্মান গণমাধ্যমকে একথা জানান বলে জানিয়েছে মিডল ইস্ট আই।

জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সেইবার্ট বলেন, আইএস বিরোধী জোটের দেয়া দায়িত্ব ধারাবাহিকভাবে পালনে আগ্রহী জার্মানি, সৈন্য পাঠানোর প্রয়োজন নেই।

এ নিয়ে আলোচনা করতে জার্মানি সফর করা জেফরি এই মাসেই জার্মান সফরের কাছ থেকে একটি জবাব আশা করেছিলেন বলে জানিয়েছে এএফপি।

সিরিয়ায় আইএস বিরোধী পরিকল্পনার অংশ হিসেবে জার্মানির জন্য নির্ধারিত কার্যক্রমগুলোর মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। অর্থাৎ এরপর জার্মানির সংসদ পরবর্তী পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সেইবার্ট বলেন, গত কয়েক বছর ধরে আইএসের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে জার্মানি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত।

তিনি আরও বলেন, এই লড়াইয়ে পরবর্তীতে কিভাবে সম্পৃক্ত থাকা যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় জার্মানি।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
সোলসের গানে মাতলো যুক্তরাষ্ট্র
ইরানের হামলার জবাব যেভাবে দিতে পারে ইসরায়েল!
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আস্থা গ্রুপের সিইও
X
Fresh