• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গরু বহনের দায়ে

ভারতে ৬ মুসলিমকে কান ধরিয়ে বলানো হলো ‘গো মাতা কি জয়’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ জুলাই ২০১৯, ২১:২৭
ভারতের মধ্যপ্রদেশে গরু সরবরাহকারীরা - rtvonline
ছবি: ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের মধ্যপ্রদেশে গরু বহনের দায়ে ৬ মুসলিমসহ ২৪ জনকে দুই কান ধরিয়ে ‘গো মাতা কি জয়’ বলানোর ঘটনা ঘটেছে।

রোববার খন্ডওয়া জেলার একদল গো-রক্ষক এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুরো ঘটনা দৃশ্য ধারণ করা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।

ভিডিওতে এই ২৪ জনের মধ্যে ১৫ জনকে দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় রাস্তার ওপর দুই কান ধরে এবং হাঁটু ভেঙে বসে থাকতে দেখা যায়।

এসময় তাদেরকে বলতে শোনা যায়, ‘গো মাতা কি জয়’। এছাড়া একজনকে মোবাইলে তাদের ছবি বা ভিডিও নিতে দেখা যায়।

সাভালিকেরা থেকে গরু বহনকারী ট্রাকটি থামিয়ে তাদের হাঁটু ভেঙে হাঁটিয়ে নেয়া হয় তিন কিলোমিটার দূরের খালওয়া থানায়।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, এই ঘটনার সঙ্গে জড়িত গো-রক্ষক দলটিতে ১০০ সদস্য আছে।
জেলা পুলিশ সুপার শিবদয়াল সিং জানান, গরু সরবরাহকারীরা ট্রাক ও গরুর মালিকানা দাবি করলেও তা প্রমাণ করতে পারেনি।

তিনি বলেন, তারা বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। তাই ট্রাক ও গরু জব্দ করে মধ্যপ্রদেশ গোবংশ বধ প্রতিষেধ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এখনও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়া হয়নি। এই বিষয়ে পুলিশ সুপার জানান, তদন্ত শুরু হয়েছে।

ভুক্তভোগীরা রাজ্যটির খন্ডওয়া, সেহোর, দেওয়াস ও হারদা জেলার বাসিন্দা বলে উল্লেখ করেছে এনডিটিভি।

এর আগে গত মাসে মধ্যপ্রদেশের এক অটোরিকশায় গরু নিয়ে যাওয়ায় দুই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘটে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh