• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের আগ্রায় বাস নর্দমায় পড়ে নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুলাই ২০১৯, ০৯:১৯
ভারত
ছবি: সংগৃহীত

ভারতে আগ্রায় দিল্লিগামী একটি যাত্রীবাহী বাস নর্দমায় পড়ে গেলে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। সোমবার সকালে ওই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। তারা সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে।

আগ্রার আইজি এ সতীশ গণেশ এক টুইট বার্তায় বলেন, লখনৌ থেকে দিল্লি অভিমুখে যাত্রা করা একটি ওয়ান স্লিপার কোচ যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় কবলিত হয়। বাসটি রাস্তার পাশে ১৫ ফুট নিচে পড়ে যায়। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারেও তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়ে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মারাত্মক এই দুর্ঘটনার পর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এসময় আহত ব্যক্তিদের সব সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা ও চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন যোগী।

এদিকে উত্তরপ্রদেশের সড়ক বিভাগ নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যে প্রতিক্রিয়া জানাল ভারত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
ভারতের পাটনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৬
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
X
Fresh