• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

তিউনিসিয়ায় নিকাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ জুলাই ২০১৯, ২০:২৮
তিউনিসিয়া নিকাব
ছবি: সংগৃহীত

তিউনিসিয়ার সরকার দেশটি নিকাব নিষিদ্ধ করেছে। দেশটির একটি আনুষ্ঠানিক সূত্র শুক্রবার জানিয়েছে, তিউনিসিয়ার প্রেসিডেন্ট ইউসেফ চাহেদ নিকাব নিষিদ্ধের ওই আদেশ দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে একজন ওয়ান্টেড জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালানোর পর দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিলো। মঙ্গলবার ওই বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই বোমা হামলাকারী নিকাব পরিহিত অবস্থায় বিস্ফোরণ ঘটান।

গত এক সপ্তাহের মধ্যে তিউনিসিয়ায় এটি এ ধরনের তৃতীয় হামলা। এমন এক সময় ওই হামলাগুলো ঘটলো যখন সামনেই তিউনিসিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া বছরের এই সময় তিউনিসিয়ায় পর্যটকদের খুব ভিড় থাকে।

এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ওই তিন হামলারই দায় স্বীকার করেছে।

তিউনিসিয়ার একটি সরকারি সূত্র জানিয়েছে, চাহেদ একটি সরকারি নির্দেশনা জারি করেছেন। ওই নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে কোনও ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় কোনও সরকারি সদরদপ্তর, প্রশাসন, ইন্সটিটিউশনে প্রবেশ করতে পারবে না।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে দেশটির নারীদের হিজাব ও নিকাব পরার অনুমতি দেয় তিউনিসিয়ার সরকার।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিউনিসিয়ায় নৌ-দুর্ঘটনায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে 
তিউনিসিয়ায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
তিউনিসিয়া উপকূলে নৌকার আগুনে নিহত সবাই বাংলাদেশি, ধারণা আইওএমের
X
Fresh