logo
  • ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০, ১১ মাঘ ১৪২৭

একদিন পর ক্যালিফোর্নিয়ায় আবারও ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৬ জুলাই ২০১৯, ১০:৩৮ | আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১১:২৭
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ভূমিকম্প
সাউদার্ন ক্যালিফোর্নিয়া ভূমিকম্প
দুই দিন যেতে না যেতেই সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। স্থানীয় সময় শুক্রবার রাতে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। অবশ্য কোনও কোনও গণমাধ্যমে এটাকে ৬ দশমিক ৯ মাত্রার বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন স্থানীয় গণমাধ্যম কেএনবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়ার রিডগেক্রেস্ট এলাকায়। কম্পনটি ৪০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাতে হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

তখন বিবিসি এক প্রতিবেদনে জানায়, ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল লস এঞ্জেলেস থেকে ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে রিডগেক্রেস্ট এলাকায়। এই ভূমিকম্পে বেশকিছু ক্ষয়ক্ষতি হয় এবং ঘটে আগুন লাগার ঘটনাও।

ফায়ার সার্ভিস জানায়, শহরজুড়ে আগুন নেভাতে কাজ করেছে তারা। একইসঙ্গে দিয়েছে স্বাস্থ্যসেবাও। বিশেষজ্ঞরা বলেন, রিডগেক্রেস্ট এলাকায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। তবে জনবসতি থেকে দূরে ভূমিকম্পটি হওয়ায় খুব বড় বিপর্যয় ঘটেনি।

ডি/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • আন্তর্জাতিক এর সর্বশেষ
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়