• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরানের তেল ট্যাংকার আটকে যুক্তরাজ্যের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৯, ১৫:৫১
ইরান তেল ট্যাংকার আটক
জন বোল্টন

জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটকের ঘটনায় ব্রিটেনের প্রশংসা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সিরিয়ার ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি গতকাল আরব এ দেশটির দিকে যাওয়ার সময় ব্রিটেনের রাজকীয় মেরিন সেনারা আটক করে। খবর পার্সটুডের।

এ ঘটনার প্রশংসা করে বোল্টন তার টুইটার পেইজে লিখেছেন, চমৎকার সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়া অভিমুখে ইরানি তেল নিয়ে যাওয়ার সময় সুপার ট্যাংকার গ্রেস-১কে ব্রিটিশ সেনারা আটক করেছে। তিনি তার ভাষায় আরও বলেন, আমেরিকা ও তার মিত্ররা ইরান এবং সিরিয়াকে এ ধরনের অবৈধ বাণিজ্য থেকে বিরত রাখবে।

ইরান এ ঘটনার নিন্দা জানিয়েছে এবং তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। বিশেষজ্ঞরা ও মানবতাবাদীরা বলছেন, ইরানি এ তেল সিরিয়ার জনগণের জন্য নেয়া হচ্ছিল যা নিতান্তই মানবিক বিষয়। এ জাহাজ আটক করে ব্রিটিশ সরকার অন্যায় কাজ করেছে যা মানবতা-বিরোধী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ২২ জেলে আটক, ১৩ জনের কারাদণ্ড 
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা, স্বামী আটক
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh