• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পালিয়ে যাওয়া স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্যের কোর্টে দুবাইয়ের শাসকের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৯, ১৫:১৩
দুবাইয়ের শাসকের স্ত্রী হাইয়া
দুবাইয়ের শাসক ও তার স্ত্রী হাইয়া

পালিয়ে যাওয়া স্ত্রী হাইয়া বিনতে আল হুসেইনের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে অভিযোগ দায়ের করেছেন দুবাইয়ের বিলিয়নিয়ার শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুম। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে সিএনএন জানায়, জর্ডানের সাবেক রাজা হুসাইনের মেয়ে হাইয়া তার স্বামী রাশিদ আল মাখতুমকে ছেড়ে চলে গেছেন। গুঞ্জন উঠেছে, তিনি দুবাই থেকে লন্ডনে পাড়ি জমিয়েছেন। যদিও হায়া কোথায় আছেন সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি সিএনএন।

ইতোমধ্যে লন্ডনে হাইকোর্টের ফ্যামিলি ডিভিশনে অভিযোগের শুনানি হয়েছে। পরবর্তী শুনানি হবে ৩০ এবং ৩১ জুলাই।

এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তিন কোটি ১০ লাখ ব্রিটিশ পাউন্ড নিয়ে জার্মানিতে চলে যান হাইয়া। সেখান থেকে তিনি থেকে তালাক চান এবং জার্মানিতে রাজনৈতিক আশ্রয়েরও আবেদন করেছেন এই প্রিন্সেস।

৪৫ বছর বয়সী প্রিন্সেস হাইয়াকে দুবাই থেকে পালিয়ে যেতে দৃশ্যত সাহায্য করেছেন জার্মানির একজন কূটনীতিক। খবরে বলা হয়- তিনি যাওয়ার সময় তার সাত বছর বয়সী ছেলে যায়েদ ও ১১ বছর বয়সী মেয়ে আল-জালিলাকে সঙ্গে নিয়ে গেছেন। স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষোভ জানিয়ে পোস্ট দিয়েছেন শেখ রাশিদ আল মাখতুম।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য ৭৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি
বাংলাদেশিদের জন্যে স্কলারশিপসহ সুবর্ণ সুযোগ দিলো যুক্তরাজ্য
কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ
X
Fresh