• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জিব্রাল্টারে জাহাজ আটক, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলবে করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৯, ১৩:০৮
ইরানি জাহাজ আটক
জিব্রাল্টারে জাহাজ আটক, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলবে করেছে ইরান

জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজ গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাককায়েরকে তলব করে।

পার্সটুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়া অভিমুখে যাওয়ার সময় গতকালই জিব্রাল্টার প্রণালিতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানি তেলবাহী জাহাজটিকে আটক করে।

দিনের শেষ ভাগে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এ সম্পর্কে বলেন, ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলা হয়েছে যে, ব্রিটেনের এ পদক্ষেপ চরম রীতিবিরুদ্ধ কারণ তারা যে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে আরোপ করা হয় নি এবং জাহাজ আটকের এ ঘটনা ইরান গ্রহণ করবে না।

আব্বাস মুসাভি বলেন, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটিশ সেনারা ইরানি জাহাজ আটক করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও ব্রিটেন সেই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করছে।

ডি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
মেরিট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, পাবেন ৫০০০ পাউন্ড
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
X
Fresh